মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ০৩ এপ্রিল:
মেহেরপুর বড়বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে মা সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম তৌফিকুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবুল ফজল। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মাজেদা বেগম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ললিতা আগরওয়ালা প্রমুখ।