মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৫ মে:
মেহেরপুর-মহাজনপুর সড়কের বিলকোলা গ্রামের তিন রাস্তার মোড়ে ডাকাত দলের সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে সর্বস্বলুট করে নিয়ে গেছে দু’মোটরসাইকেল আরোহীর। এসময় তারা পরপর দু’টি শক্তিশালী বোমার বিস্ফোরন ঘটায়। মালামাল দিতে অস্বীকৃতি জানানোয় মোটরসাইকেল চালক শহরের তাপস মোবাইল দোকানের কর্মচারী নাটোর জেলার চাঁদ আলী’র ছেলে বাবু(৩০) ও মেহেরপুর যুবদলের নেতা মোবাইল ব্যবসায়ী শহরের মন্ডলপাড়ার মৃত বদরুর্দ্দীনের ছেলে খোকন(৩৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে ডাকাতদলের সদস্যরা। বর্তমানে তারা মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি ভারতীয় ডিসকভারী মোটরসাইকেল ও বিস্ফোরিত বোমার আলামত উদ্ধার করেছে। মেহেরপুরের পুলিশ সুপার মীর্জা আব্দুল্লাহেল বাকী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এদিকে ডাকাতদলের নিক্ষেপ করা বোমার আঘাত থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে যান মুদিব্যবসায়ী সদর উপজেলার আমদহ ইউনিয়নের আশরাফপুর গ্রামের মকছেদ মোল্লার ছেলে সুন্নত মোল্লা এবং একই গ্রামের মুক্তার মল্লিকের ছেলে ইয়াদ আলী।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান,দুটি বোমার বিস্ফোরনের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি ডিসকভারী মোটরসাইকেল ও বোমার আলামত উদ্ধার করেছে। ঘটনার নেপথ্যে উন্মোচনের চেষ্টা চলছে। আশাকরছি ঘটনার মূল কারন জানা সম্ভব হবে।
পুলিশ ও আহত খোকন জানান,আজ শুক্রবার রাত ৯ টার দিকে একটি ডিসকভারি মোটরসাইকেলযোগে দু’বন্দ্ধু মিলে মুজিবনগর বেড়ানো শেষে আটকবর হয়ে বাড়ি ফিরছিল। মোটরসাইকেলটি বিলকোলার জোড়া আমতলার মোড়ে পৌছালে ১৫/২০ জনের একটি ডাকাতদল পথরোধ করে। তারা প্রথমে মোটরসাইকেলের চাবি কেড়ে নেয়। লুটপাট শুরু করলে বাঁধা দিতে গেলে তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপাতে থাকে। এসময় অপরদিক থেকে একটি মোটরসাইকেল আসায় ডাকাতদলের সদস্যরা মোটরসাইকেল লক্ষ্য করে পরপর দু’টি বোমা ছুঁড়ে মেরে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে মেহেরপুর হাসপাতালে নিয়ে আসে। রাতেই মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন আহতদের খোঁজ খবর নিতে হাসপাতালে আসেন।
প্রত্যক্ষদর্শী আশরাফপুর গ্রামের মুদি ব্যবসায়ী সুন্নত আলী জানান, রাত পৌনে ৯ টার দিকে শহর থেকে মালক্রয় শেষে অপর ব্যবসায়ী রিয়াদকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি আশরাফপুর গ্রামে ফিরছিলেন। মোটরসাইকেলটি বিলকোলা-আশরাফপুর মোড়ে পৌছিয়ে গাড়ির আলোতে রাস্তার ওপর কয়েকটি লোককে ধস্তাধস্তি করতে দেখে সে দ্রুত আশরাফপুর গ্রামের দিকে টার্ন নেওয়ার চেষ্টা করে। এসময় চরমপন্থীরা তাদের মোটরসাইকেলে সামনে একটি বোমা নিক্ষেপ করলে মোটরসাইকেলসহ তারা সড়কের পাশের খাদে পড়ে যায়। ডাকাতদলের সদস্যরা নিশ্চিত মৃত্যু ভেবে চলে যায়। বেশ কিছুক্ষণ পর খাদে থেকে সড়কে উঠে চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে আসে এবং রক্তমাখা একটি ডিসকভারী মোটরসাইকেল ও বোমা’র আলামত ছাড়া কিছুই সে দেখতে পায়নি।
বিলকোলা গ্রামের সাবেক মেম্বার খোকন মোবাইল ফোনে জানান,ধারনা করা হচ্ছে মোটরসাইকেল আরোহীদের হত্যাকরার পরিকল্পনা থাকতে পারে। অপরদিক থেকে মোটরসাইকেল আসায় প্রাণে বেঁচে গেছে।