মেহেরপুর নিউজ:
“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যের আলোকে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের মুজিবনগর উপজেলার পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর উদ্যোগে বুধবার মুজিবনগর উপজেলা পরিষদ মিলনায়তনে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়।
পিএফজি সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মো: সাবদার আলির সভিপতিত্বে সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহি কর্মকর্তা পলাশ মন্ডল। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুজিবনগর থানার অফিসার ইনচার্জ মো: মিজানুর রহমান, মানিকনগর ডিএস আমিনিয়া আলীম মাদ্রাসায় সিনিয়র শিক্ষক মাও, তাজউদ্দীন খান। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন মুজিবনগর উপজেলা পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর সমন্বয়কারী মো: ওয়াজেদ আলি খান।