মেহেরপুর নিউজ:
সামাজিক দূরত্ব বজায় রেখে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে কর্মহীন মানুষের মাঝে মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামের ইউপি সদস্য আরমান আলীর নিজ উদ্যোগে খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে ইউপি সদস্যের নিজ বাসভবনে ৫৫০ টি পরিবারের মাঝে এসব সামগ্রী তুলে দেয়া হয়।
ইউপি সদস্য আরমান আলী বলেন, আমাদের মত করে সমাজের কিছু সংখ্যক লোক যদি কর্মহীন মানুষের পাশে এসে দাঁড়াতো, তাহলে মানুষ করোনা ভাইরাস আতঙ্কের মধ্যে ঘর থেকে বাহির হত না। একটি পরিবারের সদস্যরা কোন রকম খেয়ে কয়েকদিন বেচে থাকার মত খাদ্য তাদের ঘরে থাকলে তারা নিজ ঘরে আরামেই ঘুমাতো।
করোনা ভাইরাস আতঙ্কে লকডাউনের কারণে কর্মহীন মানুষের মাঝে আমার নিজস্ব অর্থ্যায়নে ৫৫০ টি পরিবারকে খাদ্য সামগ্রী চাল, ডাল, তেল, আলু,পিয়াজ, সাবান প্যাকেট করে দেওয়া হয়।