মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে জনসচেতনতা মূলক কর্মসূচির আওতায় মেহেরপুর শহরের বিভিন্ন এলাকায় পথচারীদের মধ্যে বিশুদ্ধ খাবার পানি বিতরন করা হয়েছে।
শুক্রবার সকালে মেহেরপুর শহরের বিভিন্ন এলাকায় পথচারীদের মধ্যে বিশুদ্ধ খাবার পানি বিতরণ। গরম সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে হ্যান্ড বিল বিতরণ। এবং পথনাটকের আয়োজন করা হয়। মেহেরপুর জেলার রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম উপস্থিত থেকে বিশুদ্ধ খাবার পানির বিতরণ, লিফলেট বিতরণ এবং পথ নাটকের উদ্বোধন করেন। এসময় সেখানে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোন্দকার একরামুল হক হীরা, সদস্য অ্যাডভোকেট শফিকুল আলম, যুব প্রধান খোন্দকার শামসুজ্জামান সোহাগ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা রেড ক্রিসেন্টের সদস্য আসকার আলীসহ যুবর রেড ক্রিসেন্টের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। প্রথম দিনে মেহেরপুর শহরের হোটেল বাজার মোড়, কলেজ মোড় এলাকায় বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়। এবং সেখানে পথনাটকের আয়োজন করা হয়।