মেহেরপুর নিউজ:
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর জেলা ইউনিটের ত্রৈ-বার্ষিক নির্বাচন উপলক্ষে ৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মঙ্গলবার মনোনয়নপত্র সংগ্রহের প্রথম দিনে সহ-সভাপতি পদে একজন এবং নির্বাহী সদস্য পদে ৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদিন বিকেল পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার নুরুল আহমেদের কাছ থেকে সহ-সভাপতি পদে মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইয়ারুল ইসলাম এবং নির্বাহী সদস্য পদে মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়ার উদ্দিন বিশ্বাস, গাংনী উপজেলার সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম শফিকুল আলম, এডভোকেট একেএম নুরুল হাসান রঞ্জু এবং মেহেরপুর জেলা পরিষদের সদস্য শামীম আরা হীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামী ৫ ডিসেম্বর মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রি-বার্ষিকনির্বাচন অনুষ্ঠিত হবে।