মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ মার্চ:
মেহেরপুর শহরের কাশাড়ি পাড়ার প্রধান সড়কে মোটর সাইকেলের সাথে ধাক্কা খেয়ে মারাত্মক আহত হয়েছে ডালিয়া (১৩) নামের এক কিশোরী । বর্তমানে সে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত কিশোরী মেহেরপুর শহরের পেয়াদা পাড়ার ডালুর মেয়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে এপাছি ব্রান্ডের মোটর সাইকেলটিকে আটক করে মেহেরপুর সদর থানায় নিয়েছে।
প্রত্যক্ষদর্শিরা জানান,আজ রোববার দুপুর সোয়া ১ টার দিকে মেহেরপুর শহরের পেয়াদা পাড়ার ডালুর মেয়ে কাশাড়ি পাড়ার সানু ডেকোরেটরের সামনে খাবারের টিফিনপট নিয়ে রাস্তা পার হচ্ছিল। এসময় হোটেল বাজাররে দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে ডালিয়াকে ধাক্কা মারে। এ সময় ডালিয়া রাস্তায় ছিটকে পরে মারাত্মক জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে এসে এপাছি ব্রান্ডের মোটর সাইকেলটি আটক করে। তবে এর চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে পারেনি পুলিশ।
মেহেরপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আহত ডালিয়ার শরিরের বিভিন্ন অংশ কেটে গেছে। তার অবস্থা আশংকাজনক।। তবে ডায়াগনসিস না করে বলা যাচ্ছে বর্তমানে তার কি অবস্থা।
