মেহেরপুর নিউজ:
মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় সরফরাজ খান সোনা (৫৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের রনি রেস্তোরাঁর সামনে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত সরফরাজ খান সোনা শহরের পুরাতন পোস্ট অফিস পাড়ার বাসিন্দা এবং মৃত শামসুল আলম খান মোংলার ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সোহাগ সোহেল নামের চালক একটি ট্রাক নিয়ে পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে বেপরোয়া গতিতে হোটেল বাজারের দিকে যাচ্ছিলেন। একই সময় সরফরাজ খান সোনা তার মোটরসাইকেল নিয়ে একই দিকে রওনা হন। রনি রেস্তোরাঁর সামনে পৌঁছালে পেছন দিক থেকে ট্রাকটি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সরফরাজ খান সোনা ট্রাকের চাকার নিচে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পরপরই ট্রাক চালক ট্রাকটি নিয়ে কোর্ট সড়কের দিকে পালিয়ে যায়।