মেহেরপুর নিউজ :
করোনা ভাইরাস প্রতিরোধে দেশ জুড়ে লকডাউনের কারণে কর্মহীন দিনমজুরদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর শহরের বিভিন্ন পয়েন্টে কাজের জন্য আসা দিনমজুরদের মাঝে এসকল খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মাসুদুল আলম, সহকারী কমিশনার রাকিবুল ইসলাম, মাহমুদুল হাসান উপস্থিত থেকে মেহেরপুর শহরের হোটেল বাজার মোড়, বড়বাজার এলাকায়, থানার মোড় এবং ওয়াবদার মোড়ো গ্রাম-গ্রামান্তরে থেকে কাজের সন্ধানে আগত দিনমজুরদের হাতে খাবার তুলে খাদ্য সামগ্রী তুলে দেন। করোনাভাইরাস থেকে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে তাদের ঘরে থাকার জন্য আগে নির্দেশনা দেওয়া হয়েছিল।