মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ মার্চ :
মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামে এক অগ্নিকান্ডে একটি ঘর পুড়ে ছাই গেছে। শনিবার দুপুরের দিকে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। জানা যায়, ঘটনার সময় শ্যামপুর গ্রামের জৌলুসের ছেলে জালাল মাঠে কাজ করতে যাবার পর হঠাৎ করে তার বাড়িতে আগুন লেগে যায়। ওই সময় তার বাড়িতে কেউ না থাকায় আগুন আয়াত্বে আনার আগেই সম্পূর্ন ঘরটি পূড়ে যায়। অগ্নিকান্ডের কারণ জানা যায়নি। ওই অগ্নি কান্ডে প্রায় ৫০ হাজার টাকার মালামাল পুড়ে যায় বলে জানা গেছে।
