মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ মে:
মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামের রাস্তায় সন্ধ্যারাতে একদল ছিনতাইকারী এক যুবকের কাছ থেকে ২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে। ওই সময় ছিনতাই কাছে বাধা দেওয়ায় ছিনতাইকারীরা নয়ন হাবিব (৩৫) নামের যুবককে পিটিয়ে জখম করেছে। তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ঘটনায় চিহ্নিত ৫ জন ছিনতাইকারীর বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মামলা হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের শ্যামপুর গ্রামের আবু বক্করের ছেলে যুবলীগ নেতা নয়ন হাবিব স¤প্রতি বিক্রি করা জমির টাকা নিয়ে মেহেরপুর থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।
সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে নিজ গ্রামের বাজারের কাছে পেঁছৈালে আগে থেকে ওৎ পেতে থাকা ৫/৬ জনের একদল ছিনতাইকারী তার বাই-সাইকেলের গতিরোধ করে। ওই সময় ছিনতাইকারীরা তার কাছে থাকা ২ লাখ টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। ছিনতাই কাজে বাঁধা দেওয়ায় ছিনতাইকারীরা তাকে লাঠি-সোটা দিয়ে পিটিয়ে যখম করে ২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ওই সময় তার চিৎকারে আশ-পাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন নয়ন হাবিবের পাশে মেহেরপুর শহরের ভূমি অফিসপাড়ার আব্দুল সালাম সাংবাদিকদের জানান, নয়ন হাবিব সন্ধ্যার আগে জমি বিক্রি বাবদ আমার কাছ থেকে ২ লাখ নিয়ে বাড়ির দিকে রওনা দেন।
ছিনতাইকালে ৩ ছিনতাইকারীকে নয়ন হাবিব চিনে ফেলেন। ওই ঘটনায় নয়ন হাবিব বাদি হয়ে চিহ্নিত ৩ ছিনতাইকারীসহ ৫ জনকে আসামি করে মঙ্গলবার রাতে মেহেরপুর সদর থানায় একটি মামলা করেছেন।
তবে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আমীর আলী মঙ্গলবাররাতে ঘটনাস্থল থেকে জানান, এটি একটি মারামারির ঘটনা মাত্র।