মেহেরপুর নিউজ:
“জাতির পিতার রক্তের ঋণ, দক্ষ জাতি গড়ার শপথ নিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুর সরকারি মহিলা কলেজের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরের দিকে মেহেরপুর সরকারি মহিলা কলেজ মিলনায়তনে এ আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান কাজী আশরাফুল আলমের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি মহিলা কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ হাসানুজ্জামান, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক ড. এস এম আতিউর রহমান, বাংলা বিভাগের সরকারি অধ্যাপক মিরাজ উদ্দিন, বাংলা বিভাগের প্রভাষক রুপালী বিশ্বাস, ইংরেজি বিভাগের প্রভাষক মোছাঃ রেক্সোনা আক্তার প্রমুখ। পরে সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।এবং পরে সেখানে দোয়া অনুষ্ঠিত হয়।