মেহেরপুর নিউজ, ২৪ ফেব্রুয়ারী :
আগামী ২৪ মার্চ অনুষ্ঠিতব্য সদর উপজেলা নির্বাচন ইভিএম এর মাধ্যমে অনুষ্ঠিত হবে। রবিবার জেলা নির্বাচন অফিসার আহমেদ আলী জনান ৩য় ধাপে অনুষ্ঠিতব্য দেশের ৭টি জেলায় জেলা সদরে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন করা হবে। মেহেরপুর সদর উপজেলার ৭৭ টি কেন্দ্রে ৫ শ ৫৪টি বুথের প্রত্যেকটিতে ১টি করে ইভিএম এর ব্যবস্থা থাকবে।
এ লক্ষে মার্চ মাসের প্রথম সপ্তাহে ভোটরের প্রশিক্ষনের ব্যবস্থাও করা হবে। ২৪ মার্চের নির্বাচনে মেহেরপুর সদর উপজেলা সহ কক্সবাজার, রংপুর, গোপাল গঞ্জ, কিশোরগঞ্জ, নরসিন্দি ও মানিক গঞ্জ সদর উপজেলায় ইভিএম ব্যবস্থা থাকবে।