মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলার ৭১টি প্রাথমিক বিদ্যালয়ে প্রজেক্টর ও এর আনুষঙ্গিক সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম। তিনি বিদ্যালয়গুলোতে প্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তারে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফারুক উদ্দিন। তিনি বলেন, “প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে পাঠ গ্রহণে আগ্রহ বৃদ্ধি পাবে।”
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম, মিনারুল ইসলাম, কমর উদ্দিনসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ।
এই উদ্যোগের মাধ্যমে বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাস গ্রহণ আরও সহজ ও কার্যকর হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।