মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালের দিকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের সভাপতিত্বে উন্নয়ন সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজিব হাসান, ভাইস চেয়ারম্যান আবুল হাশেম, লতিফুন্নেছা লতা,সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলোক কুমার দাস, ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস,শাহজামান, মতিউর রহমান মতিন প্রমূখ।
সভায় প্রশাসনের কর্মকর্তাদেরকে সরকারের উন্নয়মূলক কর্মকান্ডগুলো সঠিকভাবে বাস্তবায়ন সহ উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিষয় নিয়ে আলোচনা করা হয়।