মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২১মার্চ:
মেহেরপুর সদর ফাঁড়ির আলোচিত ইনচার্জ এটিএসআই জাকারিয়াকে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে সদর ফাঁড়ি থেকে পুলিশ লাইনে ক্লোজড করেছে পুলিশ সুপার মোফাজ্জেল হোসেন।
জানাগেছে, সদর ফাঁড়ির ইনচার্জ এটিএসআই জাকারিয়া বিভিন্ন সময় জেলার বিভিন্ন গ্রাম থেকে সাধারন মানুষ কে তুলে নিয়ে এসে সদর ফাঁড়িতে আটক রেখে মোটা অংকের টাকার বিনিময়ে ছেড়ে দিত।
গত ১৯ তারিখ রাতে সদর উপজেলার ইছাখালী গ্রামে বকুল নামের এক যুবক কে আটক করে ফাঁড়িতে নিয়ে আসে এবং বকুলের পিতার কাছে মোটা অংকের টাকা দাবি করে বলে টাকা না দিলে তাকে কোটে চালান দেওয়া হবে। পরে আওয়ামীলীগের নেতা কর্মীরা সদর ফাঁড়িতে গিয়ে বকুল কে ছাড়িয়ে নিয়ে আসে ।
এ ঘটনায় এটিএসআই জাকারিয়ার অপসারনের দাবী তুলে বুধবার রাতে এটিএসআই জাকারিয়ার বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে একটি লিখিত অভিযোগ দেন আওয়ামীগ নেতারা। অভিযোগ হাতে পাবার কিছুক্ষন পরেই পুলিশ সুপার বুধবার রাতেই এটিএসআই জাকারিয়াকে সদর ফাঁড়ি থেকে পুলিশ লাইনে ক্লোজড করেন।
পুলিশ সুপার মোফাজ্জেল হোসেন মেহেরপুর নিউজ কে জানান, জাকারিয়া কে বুধবার রাতে ক্লোজড করা হয়েছে। তাকে পুলিশ লাইন থেকে একটি ক্যাম্পে দেওয়া হবে। তার সাথে সরকার দলীয় নেতা কর্মীদের সম্পর্ক ভাল না বলে তাকে ক্লোজড করা হয়েছে বলে জানান পুলিশ সুপার।