মেহেরপুর নিউজ:
মাদক অপব্যবহারের সামাজিক ও পারিবারিক কুফল সম্পর্কে সচেতনতার লক্ষ্যে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা ও মাদকবিরোধী শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল লতিফের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ। তিনি মাদকের অপব্যবহার কীভাবে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে বিপর্যয় ডেকে আনে, তা বিস্তারিতভাবে তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মতিয়ার রহমান, সরকারি উপ-পরিদর্শক মোহাম্মদ রফিকুজ্জামান, রুহুল আমিন ও ইসমাইল হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।
আলোচনা সভা শেষে ছাত্রীরা মাদক থেকে দূরে থাকার শপথ গ্রহণ করে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে ছাত্রীদের মধ্যে মাদকের ক্ষতিকর দিক সম্বলিত সচেতনতামূলক খাতা বিতরণ করা হয়।
বক্তারা বলেন, “মাদক শুধু একজন মানুষের জীবনই নয়, পুরো একটি পরিবার ও সমাজকে ক্ষতিগ্রস্ত করে। তাই এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই।”
এই ধরনের সচেতনতামূলক উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যতে মাদকবিরোধী সামাজিক আন্দোলনে ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।