মেহেরপুর নিউজ:
মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে মেহেরপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ প্রধান নির্বাচিত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
সোমবার সকালে সরকারি মহিলা কলেজ শিক্ষকদের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। মেহেরপুর সরকারি মহিলা কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান ডাবলু সহ কলেজ শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম কে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় প্রতিক্রিয়া ব্যক্ত করে প্রফেসর রফিকুল ইসলাম বলেন, যেকোনো পুরস্কার প্রাপ্তি কাজের অগ্রগতিকে বাড়িয়ে দেয়। এ সময় অন্যদের মধ্যে কলেজের শিক্ষক কাজী আশরাফুল আলম, মেরাজ উদ্দিন, তবিবুর রহমান, নাসির উদ্দিন, রুপালি বিশ্বাস, নার্গিস পারভীন, মিসকৃতি মন্ডল, মাহবুবুর রহমান, জহির আহমেদ, জান্নাতুল নাঈম, রেক্সোনা আক্তার, নাজনীন আক্তার, প্রহ্লাদ মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রফেসর রফিকুল ইসলাম ১৯৬৫ সালের ১০ জানুয়ারি মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার গোপালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। রফিকুল ইসলাম ১৯৯৩ সালে ১৪ তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে প্রভাষক হিসেবে মেহেরপুর সরকারি কলেজে চাকরি জীবন শুরু করেন। তিনি ২০০৫ সালে সহকারী অধ্যাপক। ২০১৩ সালে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন। ১কন্যা, ১পুত্র সন্তানের জনক রফিকুল ইসলাম ইতোপূর্বে আমলা সরকারি কলেজ, কলারোয়া সরকারি কলেজ, কোটচাঁদপুর সরকারি কলেজ, রাজশাহী কলেজে সুনামের সাথে চাকরি করার পর ২০১৪ সালে উপাধাক্ষ হিসেবে মেহেরপুর সরকারি কলেজে এবং ২০১৭ সালে মেহেরপুর সরকারি মহিলা কলেজে উপাধাক্ষ হিসাবে যোগদান করেন। পরে তিনি পদোন্নতি লাভ করে একই কলেজে অধ্যক্ষ হিসেবে কর্মরত রয়েছেন।
অত্যন্ত বিনয়ী হিসেবে পরিচিত রফিকুল ইসলাম এর আগে ২০১৯ সালে নটিংহাম ইউনিভার্সিটি মালয়েশিয়াতে লিডারশিপ কোর্সে অংশগ্রহণ করেন। এছাড়াও তিনি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বি এন সিসি)’র সুন্দরবন রেজিমেন্টের কমিশনপ্রাপ্ত সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি মেহেরপুর জেলার রোভারের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।
মেহেরপুর সরকারি কলেজে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন।