মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ জুন:
মাদক দ্রব্য ও অস্ত্র সহ চোরাচালানি বন্ধের উর্দ্দেশে মেহেরপুর বুড়িপোতা ইউনিয়নের সীমার্ন্তবর্তি গ্রাম গুলোতে বিজিবির সদস্যরা চেকপোষ্ট বসিয়ে তল্লাশি অভিযান শুরুকরেছে। এতে বিপাকে পরেছে মাদক সেবন কারী ও ব্যবসায়ীরা।
শনিবার বিকালে সরজমিনে গিয়ে দেখা যায়, বুড়িপোতা ইউনিয়নের হরিরামপুর গ্রামের প্রধান ফোটকে বিজিবির চেকপোষ্ট বসিয়ে গ্রামের ভিতরে যাওয়ার বা গ্রামের ভিতর থেকে শহরে আসার সময় জনসাধারন কে তল্লাশি করা হচ্ছে।
অপর দিকে বাজিতপুর গ্রামের প্রধান ফোটকে একই দৃশ্য দেখা যায়।
বাজিতপুর বিজিবি ক্যাম্প কমান্ডার আব্দুল খালেক সাংবাদিকদের জানান, গত তিন সপ্তাহ ধরে বাজিতপুর হরিরামপুর ইছাখালী বারিবাকা ও সীমার্ন্তবর্তি গ্রাম গুলোতে ভারত থেকে মাদকদ্রব অস্ত্র গরু সহ চোরাচালানী রোধে এই চেকপোষ্ট বসানো হয়েছে । এতে করে সীমার্ন্ত গ্রাম গুলো থেকে অবাধে এই সব জিনিস পাচার হয়ে বাংলাদেশে আসার সুযোগ পাবেনা।
