মেহেরপুর নিউজ:
মেহেরপুরের জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবীর শুক্রবার বিকেলে মেহেরপুর স্টেডিয়াম মাঠ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি স্টেডিয়ামের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং জেলার সামগ্রিক খেলাধুলার অগ্রগতি ও চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তৌহিদুল কবির, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য মিজানুর রহমান।