মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৮ মার্চ:
মেহেরপুর বিএমএ ও স্বাচিপ এর উদ্যোগে বৃহস্পতিবার মেহেরপুর জেনারেল হাসপাতাল মিলনায়তনে হাসপাতালে চিকিৎসাধীন শিশু রোগিদের মধ্যে নতুন পোষাক বিতরন করা হয়। মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩৫ জন শিশুর মধ্যে পোষাক বিতরন করেন। বিএমএ’র সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথের সভাপতিত্বে পোষাক বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বেনজামিন হেমব্রম, পুলিশ সুপার শাহরিয়ার ও সিভিল সার্জন ড. আবদুস শহিদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেনারেল হাসপাতালের সুপার ডা. শ্যামল কৃষ্ণ সাহা, বিএমএ’র সম্পাদক ডা. আবু তাহের সিদ্দিক, স্বাচিপ সভাপতি ডা. আবুল রাশার, সম্পাদক ডা. তাপস কুমার পাল প্রমুখ।
