মেহেরপুর নিউজ,২৫ অক্টোবর: মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মেহেরপুর ষ্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ১ম বিভাগ কাবাডি লীগে বামনপাড়া বটতলা একাদশ জয়লাভ করেছে। রোববার বিকালে অনুষ্ঠিত খেলায় বটতলা একাদশ ৩টি লোনাসহ ৪০-১১ পয়েন্টে সানরাইজ স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। Array সম্পর্কিত পোস্ট মেহেরপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় কাবাডিতে সাহেবপুর ও আমঝুপি... সেপ্টেম্বর ১৮, ২০২৫ মেহেরপুরে জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে শাহাবুদ্দিন চ্যাম্পিয়ন আগস্ট ১৯, ২০২৫ রায়পুর জাগরণী ক্লাবকে গোল্ডেন ক্যাফে ও গোল্ডেন-ই বাজারের... জুলাই ১৬, ২০২৫ মার্শাল আর্টে গর্বিত অর্জন: মেহেরপুরের মনজুর আলমের টাইটেল... জুন ২৮, ২০২৫ মেহেরপুরে মাসব্যাপী ক্রীড়া প্রশিক্ষণের উদ্বোধন মে ৭, ২০২৫ মেহেরপুরে তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও নিবিড়... এপ্রিল ২৩, ২০২৫