মুুজিবনগর প্রতিনিধিঃ
মেহেরপুরের মুুজিবনগর উপজেলার মোনাখালী মাধ্যমিক বিদ্যালয়ের নব নির্মিতি ৪ তলা ভবনের উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকালের দিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন নাম ফলক উন্মোচন করে মোনাখালী মাধ্যমিক বিদ্যালয়ের নব নির্মিতি ৪ তলা ভবনের উদ্বোধন করেন। এ সময় সেখানে মোনাজাত করা হয়। পরে মোনাখালি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়।
মেহেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামীলীগ সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অথিথি হিসেবে উপস্হিত ছিলেন মেহেরপুরের পুলিশ সুপার রাফিউল আলম, মুুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস।মুুজিবনগর উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক শাহিনূর রহমান মানিকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট ইব্রাহীম শাহীন, মুুজিবনগর উপজেলা আওয়ামীলীগ সভাপতি রফিকুল ইসলাম তোতা,সাধারন সম্পাদক আবুল কালাম, আমদহ ইউপি চেয়ারম্যান রওশন আলী টোকন, মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান,দারিয়াপুর ইউপি চেয়ারম্যান এএসএম মাহাবুব আলম রবি, যুবলীগ নেতা হাসানুজ্জামান লাল্টু, উপজেলা যুব মহিলা লীগ সভাপতি তকলিমা খাতুন, সাধারন সম্পাদিকা তহমিনা খাতুন, মোনাখালী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাদেক আলীসহ স্হানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।