মুুজিবনগর প্রতিনিধিঃ
মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের মাঠ থেকে আব্দুস সাদেক (৫৫) নামের এক বুদ্ধি প্রতিবন্ধীর মৃতদেহ উদ্ধার করছে স্হানীয়রা। সে উপজেলার মোনাখালী গ্রামের দক্ষিণ পাড়ার মৃত আঃ জব্বার বিশ্বাসের ছেলে।
শনিবার দুপুরে মোনাখালীর শানকিভাঙ্গার মাঠ থেক তার মরদেহ উদ্ধার করে বাড়ীতে নিয়ে আসে স্বজনরা। স্হানীয়রা জানান, সাদেক প্রতিদিনের ন্যায আজ সকালে মাঠে নিজ জমিতে ঘাস কাটতে গিয়ে বাড়ীতে না এলে দুপুরের দিকে তার ভাই মাঠে যায় খোজ নিতে। এসময় তার ভাই মাঠে লাশ পড়ে থাকতে দেখে স্বজনদের সহযোগীতায লাশ উদ্ধার করে বাড়ীতে আনা হয়।খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আজমল হোসেন, মুুজিবনগর থানা অফিসার ইনচার্জ (ওসি)মেহেদী রাসেল,মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। মৃত সাদেকের স্ত্রী ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছে।