মেহেরপুর প্রতিনিধি:
স্বামীর পরকীয়ার তথ্য হাতে পাওয়ার পর তা গোপন রাখতে ব্যর্থ হওয়ায় স্ত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে মেহেরপুর শহরে। মঙ্গলবার (২৯ জুলাই) রাতে শহরের স্টেডিয়ামপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত গৃহবধূ আঁখিকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, মেহেরপুর শহরের তাহেরী ক্লিনিকপাড়ার আকরাম হোসেনের ছেলে রফিকুল ইসলামের সঙ্গে সদর উপজেলার বামনপাড়ার আলমগীর হোসেনের মেয়ে আঁখির প্রায় আট বছর আগে বিবাহ হয়। তাদের একটি ছয় বছরের ছেলে সন্তান রয়েছে।
সম্প্রতি রফিকুল ইসলাম এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। বিষয়টি আঁখি বুঝতে পেরে স্বামীর মোবাইল ফোন থেকে বিভিন্ন ধরনের প্রমাণ সংগ্রহ করেন। এ বিষয়টি রফিকুল জানতে পেরে মঙ্গলবার রাতে কৌশলে স্ত্রীকে ফোনে ডেকে স্টেডিয়ামপাড়া এলাকায় নিয়ে যান।
ঘটনাস্থলে পৌঁছানোর পর রফিকুল স্ত্রী আঁখির কাছ থেকে মোবাইল ফোনটি কেড়ে নেওয়ার চেষ্টা করেন। এতে আঁখি বাধা দিলে রফিকুল ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা চালান। আঁখির চিৎকারে আশপাশের লোকজন জড়ো হতে শুরু করলে রফিকুল মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করেন।
আঁখি মোটরসাইকেলের পেছন থেকে স্বামীকে টানার চেষ্টা করলে রফিকুল তাকে টেনেহিঁচড়ে বেশ দূর নিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা আঁখিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
আঁখির পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।