মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার যতারপুর যুব সম্প্রদায়ের উদ্যোগে যতারপুর ফুটবল টুর্নামেন্টে আমঝুপি একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার যতারপুর মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় আমঝুপি একাদশ ২-১ গোলে মেহেরপুর স্পোটিং কে পরাজিত করে।
খেলার প্রথমার্ধে মেহেরপুর স্পোর্টিং ক্লাবের ফাহিম গোল করে দলকে এগিয়ে নেন।দ্বিতীযাদ্ধে আমঝুপি পক্ষে আকাশ গোল করে খেলার সমতা ফেরান। খেলার শেষ দিকে আত্মঘাতী গোলের সুবাদে আমঝুপি একাদশ ২-১ গোলে জয় লাভ করে। খেলায় বিজয়ী দলের লিখন ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।