মেহেরপুর নিউজঃ
মেহেরপুরের গাংনী উপজেলার যুগিন্দা মাধ্যমিক বিদ্যালয় মাঠে শুক্রবার শুরু হয়েছে যুগিন্দা ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধনী খেলায় ধলা ফুটবল একাদশ ২-১ গোল ব্যবধানে জুগীরঘোপা ফুটবল একাদশকে পরাজিত করে।
বিজয়ী দলের পক্ষে বাবু একটি গোল করেন এবং অপর গোলটি আত্মঘাতী ছিল। জুগীরঘোপার পক্ষে মিলন একটি গোল শোধ দেন। টানটান উত্তেজনাপূর্ণ খেলায় অসাধারণ পারফরম্যান্সের জন্য বাবুকে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয়। খেলা শেষে তাঁর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এ টুর্নামেন্টকে ঘিরে এলাকার ক্রীড়ামোদীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।