মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গাংনী উপজেলার যুগিন্দা ফুটবল একাদশের আয়োজনে যুগিন্দা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ফাইনালে উঠেছে সানরাইজ একাদশ।
রবিবার অনুষ্ঠিত ম্যাচে সানরাইজ একাদশ ৩-০ গোলের ব্যবধানে গাংনী থানাপাড়া একাদশকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে বাপ্পি, হাসান ও মুসাফির একটি করে গোল করেন।
খেলায় অসাধারণ পারফরম্যান্সের জন্য সানরাইজ একাদশের খেলোয়াড় হাসানকে ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত করা হয়। খেলা শেষে যুগিন্দা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবিউল ইসলাম তার হাতে পুরস্কার তুলে দেন।