মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া গ্রামের মহব্বত আলীর নাতি রাসেল (২৫)–এর মৃত্যু নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। রাসেল মেহেরপুর-বরিশাল গামী আলসানি পরিবহনের সহকারী (হেলপার)। সোমবার বিকালের দিকে এক ইজি বাইক চালক রাসেলের মরদেহ মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেখে পালিয়ে যাই।
নিহতের মাথা, কোমর এবং উরুর মাঝামাঝি অংশে গভীর ক্ষতের চিহ্ন রয়েছে। জানা গেছে, সোমবার সকাল সাড়ে সাতটায় বরিশাল থেকে আল সানি পরিবহন যাত্রা শুরু করে মেহেরপুরের উদ্দেশ্যে। বিকেলে গাড়িটির সহকারী রাসেলের মৃত্যু সংবাদ পাওয়া যায়। চালক আফজাল (ঝিনাইদহ) ও সুপারভাইজার রোকনুজ্জামান (ফরিদপুর) রাসেলের নানা মহব্বত আলীকে ফোন করে জানায়, ভাঙ্গা এলাকায় একটি সড়ক দুর্ঘটনায় সে আহত হয়েছে। এরপর তাদের ফোন বন্ধ পাওয়া যায়।
প্রশ্ন উঠেছে—ভাঙ্গায় যদি দুর্ঘটনা ঘটে থাকে, তাহলে রাসেলের মরদেহ হাসপাতাল পর্যন্ত কীভাবে এলো? কে বা কারা মরদেহটি ইজি বাইকে তুলে পাঠালো? এ ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছে এলাকাবাসী।
উল্লেখ্য, রাসেলের বাবা জাবেদ আলী চুয়াডাঙ্গার দামুড়হুদার বাসিন্দা। তিনি পরিবার ছেড়ে চলে যান। মা-ও অন্যত্র বিবাহবন্ধনে আবদ্ধ হন। ফলে, রাসেল বড় হয় তার নানা মহব্বত আলীর কাছে। রাসেলের শেষ বিদায় হল রহস্যজনক এক মৃত্যুতে।
রাসেলের এ রহস্যজনক মৃত্যু গভীর শোক ও সন্দেহের জন্ম দিয়েছে।