মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার রাজাপুর উত্তরপাড়া যুবসম্প্রদায়ের উদ্যোগে রাজাপুর ব্যাডমিন্টন টুর্নামেন্টে মামুন-শাহিদ জুটি ও বিজন-জুয়েল জুটি ফাইনালে উঠেছে। বৃহস্পতিবার রাতে রাজাপুর ব্যাডমিন্টন কোর্টে অনুষ্ঠিত সেমিফাইনালে খেলায় মামুন-শাহিদ জুটি ২১-১৪, ২১-১৭ সেটে আরিফ-নাছিম জুটিকে এবং বিজন-জুয়েল জুটি ২১-১৭, ২১-১৬ সেটে আন্নাস-লিংকন জুটিকে পরাজিত করে।