মেহেরপুর নেপোলি ক্লাব আয়োজিত কবি নজরুল শিক্ষা মঞ্জিল মাঠে অনুষ্ঠিত ১২ তম শহীদ রাজ্জাক স্মৃতি ফুটবল টুর্নামেন্টে নাইন ষ্টার জয়লাভ করেছে।
শনিবার অনুষ্ঠিত খেলার নাইন ষ্টার ২-০ গোলে স্বাগতিক নেপোলি ক্লাবকে পরাজিত করে। খেলায় বিজয়ী দলের পারভেজ ও সাব্বির ১টি করে গোল করেন।