মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ মার্চ:
রাত পোহালেই শুর হবে মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন । আর এ উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন পরিচালনা কমিটি। অপেক্ষার প্রহর গুনছেন ভোটাররাও। কখন দেবেন তার পছন্দের প্রার্থীকে ভোট। জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেস হিসেব নিকাশ করে ভোটাধীকার প্রয়োগ করার অপেক্ষায় ক্ষন গুনছেন ভোটাররা। শানিবার সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতীহিন ভাবে ভোট গ্রহন চলবে। ২হাজার ৬’শ৮২ জন ভোটার তাদের পছন্দের ১৪ সদস্যর কার্যকরী কমিটি আগামী তিন বছরের জন্য নির্বাচন করবেন ।
জেলা মোটর শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে মোট ১৪টি পদের বিপরীতে প্রতিদ্বন্দিতা করছেন ৪২জন প্রার্থী। এর মধ্যে সভাপতি পদে আহসান হাবিব সোনা (চেয়ার),আবু বক্কর সিদ্দিক (ছাতা),সাধারন সম্পাদক পদে আব্দুল হান্নান (বাস),মতিয়ার রহমান (ডাব),রাজিভ (ব্যাট বল),কার্যকরী সভাপতি পদে এনামুল হক (ট্রাক),নজরুল ইসলাম নজু (উড়োজাহাজ), সোহেল (ফুটবল),সহসভাপতি পদে মিজানুর রহমান পপি (টেলিফোন),আব্দুর রহমান হোঙ্গল (গরুর গাড়ি),যুগ্ন সম্পাদক পদে আফসারুল ইসলাম (হারিকেন),মাহাবুব এলাহী (গোলাপ ফুল),আব্দুস সামাদ (বাই সাইকেল),আমিরুল ইসলাম (তলোয়াড়), রবিউল ইসলাম (কলস),সহ সাধারন সম্পাদক পদে চাঁদ আলী (মাছ),রেজাউল হক (মই),ফারুক হোসেন (মোরগ),সাংগাঠনিক সম্পাদক পদে রমেজ উদ্দিন (সেলাই রেঞ্জ),নাজাত আলী (টায়ার),শহিদুল ইসলাম খোকন (জগ),শ্রমিক কল্যান সম্পাদক পদে মিজানুর রহমান (বাঘ),মহিন সেখ (বালতি),শাহিন আলম (হাতি),কোষাধ্যাক্ষ পদে মনিরুল ইসলাম (কাপ পিরিচ),আশরাফুল (দোয়াতকলম),প্রচার সম্পাদক পদে সাইদুর রহমান (ডিশ এন্টিনা),ফিরোজ হোসেন (টেবিল ফ্যান),নয়ন (তীর ধনুক),মাহাবুব হোসেন রিপন (হরিন),লাইন সম্পাদক পদে সোহেল রানা সজিব (মোটর সাইকেল),মুকুল হোসেন (প্রজাপতি),শেরেউল ইসলাম (মোমবাতি),সাজেদুর রহমান সাজু (গাভী),কার্যকরী সদস্য পদে মো: তুহিন (কোদাল),আনারুল ইসলাম (আম),আন্নাছ আলী (বই),ইয়ারুল ইসলাম (রিকসা),বাচ্চু (আনারস),নুর ইসলাম (চাকা),খবিরুল ইসলাম (ভ্যান) এবং রেজাউল হক (কবুতর) মার্কা প্রতিকে প্রতিদ্বন্দীতা করছেন।
উল্লেখ্য,১১ ফেব্রুয়ারী মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফশীল ঘোষনা করেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক এ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন।
