মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার রায়পুর জাগরণী ক্লাবের উদ্যোগে প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়। শুক্রবার বিকালে রায়পুর মাঠে আলমসাধু একাদশ ও ট্রলি একাদশের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় আলমসাধু একাদশ ২-১ গোলে পাওয়ার ট্রলি একাদশকে পরাজিত করে। পরে খেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রাসেল পুরস্কার বিতরণ করেন।