মেহেরপুর নিউজ:
কারাগার সমূহের করনা ভাইরাসের প্রাদুর্ভাব অসংক্রামক মোকাবেলায় আইসিআরসি উদ্যোগে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর ইউনিটের সহযোগিতায় মেহেরপুর জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার একরামুল হক হীরা মেহেরপুর কারাগারে ইনফেকশন কন্ট্টোল অন্ড প্রিভেনশন ম্যাটেরিয়ালস অর্পণ করলেন।
রবিবার সকালের দিকে মেহেরপুর জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার একরামুল হক হীরা উপস্থিত থাকে জেল সুপার মোঃ কামরুল হুদা হাতে এসকল সামগ্রী তুলে দেন।
এরমধ্যে হ্যান্ড গ্লাভস, গামবুট মাস্ক, স্প্রে মেশিন সহ বিভিন্ন সামগ্রী তুলে দেন। অন্যদের মধ্যে জেলার শরিফুল ইসলাম, ইউনিট লেভেল অফিসার গৌর চন্দ্র বিশ্বাস, যুব প্রধান খন্দকার শামসুজ্জোহা, আর এফ এল টিম সদস্য সোহাগ হাসান, রুবেল হোসেন, গোলাম মোরশেদ আনসা আনরুক, শান্ত মো, শিশির আহম্মদ প্রমূখ উপস্থিত ছিলেন