তোফায়েল হোসেন,গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান রানা নিজস্ব অর্থায়নে করোনাভাইরাসের প্রতিরোধে ও চলমান পরিস্থিতি মোকাবিলায় কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
মঙ্গলবার দুপুরে তার নিজ এলাকা নওয়াপাড়া, রংমহল, খাস মহল ও মাইলমারী এলাকায় এ খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী তালিকা প্রস্তুত করে প্রত্যেক গ্রামে বাড়ি বাড়ি গিয়ে কর্মহীন পরিবারের সদস্যদের হাতে এ খাদ্য সামগ্রী তুলে দেন।
তিনি কর্মহীন প্রতিটি পরিবার দশ দিন যাতে চলতে পারে সেজন্য চাল, ডাল, লবণ, তেল ও একটি সাবান এবং মাস্ক বিতরণ করেন। সেই সাথে যারা সমাজের বিত্তবান তাদেরকেও এ কর্মকাণ্ডে শরিফ হওয়ার আহ্বান জানিয়েছেন।
চেয়ারম্যান মিজানুর রহমান রানা বলেন, আপনার পাশের মানুষগুলো তিন বেলা পেট পুরে খেতে পারছে কিনা এটা দেখার দায়িত্ব ওই সমাজের সকলের। যারা কর্মহীন জীবনযাপন করছেন এবং লজ্জায় অন্যের নিকট হাত পাততে পারছেন না তাদেরকে চিহ্নিত করে তাদের বাড়িতে প্রয়োজনে গোপনে খাবার সামগ্রী পৌঁছে দিতে হবে। এ দায়িত্ব সকলের।