মেহেরপুর নিউজ:
মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন বলেছেন,আমাদের স্বাদ আছে, কিন্তু সাধ্যের অভাব থাকলেও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি মেহেরপুর পৌর এলাকার মানুষের দুঃখ দুর্দশা লাঘভ করার। তিনি আরোও বলেন, পৌর এলাকায় কাজ করতে গিয়ে অনেক বাধা বিঘ্নের সম্মুখীন হয়েছি। বর্তমানে আপনাদের দোয়ায় সেই সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছি।
পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন সোমবার বিকালের দিকে মেহেরপুর শহীদ ক্যাপ্টেন আশরাফুল হাফিজ খান দৃষ্টিনন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সড়ক ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন কালে এ কথা বলেন।
বক্তব্যে পোরমেয়র মাহফুজুর রহমান রিটন আরো বলেন ১০৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সড়কটি অনেক উন্নতমানের কাজ হবে, যেটি ১০০ বছরেও নষ্ট হবে না। এ ব্যাপারে পৌরমেয়র সকলের সাহায্য ও দোয়া কামনা করেন। পরে তিনি মাটিতে কোপ মেরে মেহেরপুর শহীদ ক্যাপ্টেন আশরাফুল হাফিজ খান দৃষ্টিনন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সড়ক ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন।
এ সময় সেখানে মোনাজাত করা হয়। ড্রেন এবং রাস্তার নির্মাণ কাজ উদ্বোধনের প্রাক্কালে সেখানে বক্তব্য রাখেন ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মঞ্জুরুল কবীর রিপন, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা শামসুল আলম প্রমূখ। এদিকে এর আগে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন সেখানে এসে পৌঁছালে এলাকাবাসীর পক্ষ থেকে তাকে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান।