মেহেরপুর নিউজ:
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের শালিকা গ্রামে আগমন উপলক্ষে মতবিনিময় । শনিবার বিকালে মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শালিকা গ্রামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আমঝুপি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ বোরহান উদ্দিন চুন্নুর সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বারাদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোমিনুল ইসলাম মমিন, বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী-লীগ সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শাহ্ জামান, শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মতিউর রহমান মতিন, বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী-লীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক মেম্বার মোঃ আলমগীর হোসেনসহ শালিকা গ্রামের আওয়ামী লীগ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।