মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা শালিকা যুব সম্প্রদায়ের উদ্যোগে শালিকা ক্রিকেট টুর্নামেন্টে স্বাগতিক শালিকা ট্রাইগার্স ও আমঝুপি পাবলিক ক্লাব ও লাইব্রেরি যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে।
শুক্রবার শালিকা স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলা বৃষ্টির কারণে সম্পূর্ণ না হয় উভয়কে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। শালিকা ট্রাইগার্সের অধিনায়ক লিটল টস জিতে প্রতিপক্ষ আমঝুপি পাবলিক ক্লাব লাইব্রেরীকে ব্যাট করার আমন্ত্রণ জানান। আমঝুপি পাবলিক ক্লাব ও লাইব্রেরী প্রথমে ব্যাট করতে নেমে ১৩ ওভার ৯ উইকেট হারিয়ে ৮২ রান সংগ্রহ করে। দলের পক্ষে সুজন ২৭ রান করেন শালিকা টাইগার্স এর পক্ষে কাজল ৪টি শামিম ৩টি উইকেট লাভ করেন।
জবাবে খেলতে নেমে শালিকা টাইগার্স দুই ওভারে ৮রান করে ৩ উইকেট পতনের পর বৃষ্টি শুরু হয়। বৃষ্টি না থামায় শেষ পর্যন্ত দুই দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাশেমের সভাপত্তিত্বে পুরস্কার বিতরণ অনুসরণ অন্যদের মধ্যে সাবেক ইউপি সদস্য আলমগীর হোসেন, বর্তমান ইউপি সদস্য হুসাইদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।