মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার শালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরের দিকে শালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষার মান উন্নয়নে মা সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ মুরশেদুর রহমান রুমির সভাপতিতে মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ আসাফুদ্দৌলা।
সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম। প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানোর জন্য মায়েদের অনুরোধসহ বিভিন্ন পরামর্শ প্রদান করেন । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্যবস্থাপনা কমিটির সদস্য মাধ্যমিক শিক্ষক প্রতিনিধি মোঃ হাবিবুর রহমান, সহ-সভাপতি বুড়িপোতা ইউনিয়ন পরিষদের মেম্বর মোঃ শাহাদাত হোসেন, সদস্য সামাউল ইসলাম, সহকারী শিক্ষক সুমিয়ারা খাতুন প্রমুখ। সমাবেশের সঞ্চালনা করেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মাহবুব আলম। মা সমাবেশ শুরুর আগে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ পরিদর্শন করেন সদর উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ আসাদুদ্দৌলা ।