মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার শোলমারী মাঠে অনুষ্ঠিত, শোলমারী প্রিমিয়ার ফুটবল লিগে শোলমারী একাদশ তৃতীয় স্থান লাভ করেছে।
শুক্রবার অনুষ্ঠিত স্থান নির্ধারণী খেলায় শোলমারী একাদশ ৩-০ গোলে শোলমারী পাওয়ার একাদশকে পরাজিত করে। খেলায় বিজয়ী দলের পক্ষে আসিফ ২ টি স্বপন একটি গোল করেন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজীত দলের রাজিব। খেলা পরিচালনা করেন গিয়াস উদ্দিন। তাঁকে সহযোগিতা করেন রাফিজ ও আদমআলী।
খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ ও গোল দাতাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শোলমারী প্রিমিয়ার ফুটবল লীগ কমিটির সভাপতি আমানুল হক মোল্লা, সাধারণ সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিন ছোট, সহ-সভাপতি মোঃ কামরুজ্জামান, কোষাধক্ষ্য মোহাম্মদ উসনাই, ম্যানেজমেন্ট মশিউর রহমান বাচ্চু, আমীর ফারুক রাব্বি প্রমূখ উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। খেলায় ম্যান অব দ্য ম্যাচ ও গোলদাতাদের পুরস্কৃত করেন এফপি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ রিপন বিশ্বাস।