মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়নের-১ নং ওয়ার্ড বিএনপি’র কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে শ্যামপুর ইউনিয়নের ঝাউবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা বিএনপির সদস্য ইলিয়াস হোসেনের সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট কামরুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সদস্য আলমগীর খান ছাতু। কর্মী সম্মেলনে শাহাবুদ্দিনকে সভাপতি, হোসেন আলীকে সাধারণ সম্পাদক করে শ্যামপুর ইউনিয়নে-১ নং ওয়ার্ড বিএনপি’র কমিটি গঠন করা হয়।