মেহেরপুর নিউজ:
জাতীয় শোক দিবস উপলক্ষে মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান মতিনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাতে সদর উপজেলা শ্যামপুর ইউনিয়নের গোপালপুরে এ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান মতিনের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন। পরে সেখানে দোয়া অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে। অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সদস্য বদরুদ্দিনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।