মেহেরপুর নিউজ:
মেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেহনাজ মেহেরপুর সদর থানা পরিদর্শন করেছেন। মঙ্গলবার সকালের দিকে জেলা প্রশাসক মেহেরপুর সদর থানা পরিদর্শন করেন।
জেলা প্রশাসক সিফাত মেহনাজ সদর থানায় এসে পৌঁছালে সদর থানার অফিসার ইনচার্য শেখ মেজবাহ উদ্দিন জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান। এর আগে থানা পুলিশের একটি চৌকস দল জেলা প্রশাসকের গার্ড অব অনার প্রদান করে। জেলা প্রশাসক সিপাত মেহনাজ সালাম গ্রহণ করেন। পরে তিনি পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম জেলা প্রশাসকের সাথে ছিলেন।