মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বাড়াদি ইউনিয়ন পরিষদের প্রশাসক গাজী মূূয়ীদুর রহমান অন্যত্র বদলি হওয়ায় তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার মেহেরপুর সদর উপজেলা ভূমি অফিস এবং বাড়াদি ইউনিয়ন পরিষদ পৃথক পৃথকভাবে বিদায় সংবর্ধনা প্রদান করেন। বিকালে মেহেরপুর সদর উপজেলা ভূমি অফিসে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম, বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মূূয়ীদুর রহমান।এ সময় বিদায়ী সহকারি কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এদিকে এর আগে বাড়াদী ইউনিয়ন পরিষদের উদ্যোগে গাজী মূূয়ীদুর রহমানকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।বাড়াদি ইউনিয়ন পরিষদ মিলনাতনে অনুষ্ঠিত বিদায় সংবর্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রশাসক গাজী মূূয়ীদুর রহমান,সচিব আজিম উদ্দিন, ইউপি সদস্য কামরুজ্জামান মুকুল, রিপন আলী, শফি মীর, জাকির হোসেন লিটন প্রমূখ। পরে বিদায়ী প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।