গাংনী প্রতিনিধি :
সাংবাদিক গােলাম রব্বানী নাদিম হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মেহেরপুরের গাংনীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে গাংনী উপজেলা শহরের কাথুলী মােড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনের আয়োজন করে জাতীয় সাংবাদিক সংস্থার গাংনী উপজেলা শাখা। মানববন্ধনে নেতৃত্ব প্রদান করেন সমাজ সেবক ও মানবাধিকার কর্মী রফিকুল ইসলাম পথিক। এসময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা সাংবাদিক সংস্থার সভাপতি আনােয়ার হােসেন ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত আলােচনা সভায় বক্তারা বলেন,সাংবাদিক গােলাম রব্বানী নাদিম হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সারাদেশে সাংবাদিকদের উপর হয়রানিমূলক মামলা ও নির্যাতন বন্ধ করতে হবে।