মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার সাহেবপুর মাঠে সাহেবপুর ইয়ংস্টার ক্লাব ও ইসলামপুর শান্তি ক্লাবের মধ্যে প্রীতি ক্রিকেট খেলার আয়োজন করা হয়। খেলায় সাহেবপুর ইয়ং স্টার ক্লাব জয়লাভ করে।
শনিবার অনুষ্ঠিত খেলায় সাহেব পরিয়া ইয়াং ষ্টার ক্লাব ৩ উইকেটে ইসলামপুর শান্তি ক্লাবকে পরাজিত করে।প্রথমে ব্যাট করতে নেমে ইসলামপুর শান্তি ক্লাব ১৩ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ৮৯ রান সংগ্রহ করে। সাহেব পুরের পক্ষে রাজু আহমেদ ওমর, তারিক বকুল হোসেন, রিটন প্রত্যেকে দুটি করে উইকেট লাভ করেন। জবাবে খেলতে নেমে সাহেবপুর ইয়ং স্টার ক্লাব ১৪ ওভার ২ বলে ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে ইমরান ২৫, রবিউল- ৩২, শরিফুল ১৫ রান করেন।