মেহেরপুর নিউজ:
মেহেরপুর ৩য় সিটি ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টে কামদেবপুর সীমান্ত ক্লাব চতুর্থ দল হিসাবে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। রবিবার বিকালে মেহেরপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত চতুর্থ কোয়ার্টার ফাইনাল খেলায় কামদেবপুর সীমান্ত ক্লাব টাইব্রেকারে ৩-২ গোলে রায়পুর ফুটবল একাডেমিকে পরাজিত করে। নির্ধারিত সময় খেলাটি ২-২ গোলে অমীমাংসিত ভাবে শেষ হওয়ায় টাইব্রেকারের আশ্রয় নিতে হয়। টাইব্রেকারে কামদেবপুর সীমান্ত ক্লাবের শিমুল সজল কবীর এবং রায়পুর ফুটবল একাডেমির পক্ষে রাজু ও বাপ্পি গোল করেন।