মেহেরপুর নিউজ :
মেহেরপুর সিটি ক্লাবের উদ্যোগে সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত সিটি ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টে ৮ম দল হিসেবে কোয়ার্টার ফাইনালের নাম লিখেছে মদনাডাঙ্গা পূর্ণিমা ক্লাব।
শনিবার অনুষ্ঠিত প্রথম পর্বের শেষ খেলায় মদনাডাঙ্গা পূর্ণিমা ক্লাব টাইব্রেকারে খরদ সানমুন স্পোর্টিং ক্লাবকে (১-১)৫-৪ গোলে পরাজিত করে। নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হওয়ায় শেষ পর্যন্ত টাইব্রেকার এর মাধ্যমে খেলার নিষ্পত্তি ঘটানো হয়।
খেলার প্রথমার্ধে সানমুন স্পোর্টিং ক্লাবের পক্ষে সজীব গোল করে দলকে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধে পূর্ণিমা ক্লাবের পক্ষে সাকিল খেলায় সমতা ফেরান।নির্ধারিত সময় উভয় দল আরো গোলের সহজ সুযোগ পেয়েও গোল করতে না পারায় শেষ পযন্ত টাইব্রেকারের মাধ্যমে খেলার নিষ্পত্তি ঘটানো হয়।
খেলায় পূর্ণিমার পক্ষের সজীব,সেলিম সুমন বিপুল এবং এমদাদ একটি করে গোল করেন। সানমুন স্পোর্টিং ক্লাবের পক্ষে শুভ, সজীব, সোহান,বশির একটি করে গোল করেন। রুহুলের কিক বারের বাইরে দিয়ে চলে গেলে মদনাডাঙ্গা ক্লাব উল্লাসে ফেটে পড়ে।