মেহেরপুর নিউজ:
বাংলাভিশন টেলিভিশনের নিউইয়র্ক প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মনির হায়দারের মাতা সামছুর নাহার বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
বুধবার বিকাল সাড়ে ৪ টায় মেহেরপুর ২৫০ শয়্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৭ বছর। তিনি ৬ পুত্র ও ৩ কন্যা সন্তানের জননী ছিলেন।
মরহুমার পারিবারিক সূত্রে জানা গেছে, আগামী কাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টায় ইসলামনগর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের জানাযা নামায অনুষ্ঠিত হবে। জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে। উল্লেখ্য সাংবাদিক মনির হায়দার মাতার মৃত্যুর সংবাদ পেয়ে নিউইয়র্ক থেকে রওনা হয়েছেন।
সাংবাদিক মনির হায়দারের মাতার মৃত্যুতে সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেন মেহেরপুর নিউজের প্রকাশক ও সম্পাদক পলাশ খন্দকার, প্রধান বার্তা সম্পাদক মিজানুর রহমান সহ মেহেরপুর নিউজ পরিবার।
এছাড়াও গভীর ভাবে সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন, সিনিয়র সাংবাদিক দৈনিক দেশ রুপান্তর এর জেলা প্রতিনিধি ও বৈশাখী টিভি‘র স্টাফ রিপোর্টার তুহিন অরণ্য, বাংলাদেশ প্রতিদিন এর জেলা প্রতিনিধি মাহবুবুল হক পোলেন, মেহেরপুর নিউজের স্টাফ রিপোর্টার মেহেরাব হোসেন, মেহেরপুর রিপোর্টার্স ক্লাবসহ মেহেরপুর সাংবাদিক মহল।