মেহেরপুর নিউজ:
পবিত্র হজব্রত পালন করতে গিয়ে আর বাড়ি ফেরা হলোনা মেহেরপুর সদর উপজেলার রাজাপুর গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আক্কাস আলীর। আক্কাস আলী হৃদরোগে আক্রান্ত হয়ে পবিত্র মক্কা নগরীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশ সময় সকাল ৯.৩০ মিনিটের সময় আক্কাস আলীর মৃত্যু হয়।
আক্কাস আলী মেহেরপুর সদর উপজেলার রাজাপুর গ্রামের গোলেবাস শেখের ছেলে। পরে মক্কা নগরীতে তাকে দাফন করা হয়। আক্কাস আলী মেহেরপুর শহরের বড়বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, বুড়িপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাড়িবাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাধাকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে চাকরি করেছেন। পরে তিনি চাকরি থেকে অবশ্য গ্রহণ করার পর পবিত্র হজ্জ ব্রত পালনের লক্ষ্যে রওনা দেন। পবিত্র হজ্বব্রত পালন শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং তার কিছুক্ষণ পরে মৃত্যুবরণ করেন। মরহুম আক্কাস আলীর স্ত্রী, ২ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুনাগ্রহী রয়েছে।